
না জানার কারনে নতুন সেলার অকালে একাউন্ট হাড়িয়ে ফেলেন। টার্মস অব সার্ভিস তো পরেনই না। ফোরাম পোস্টগুলোও না। যার ফলে কিছু কিছু কাজ আছে যা ফাইভারে করার অনুমতি নেই, সেই কাজগুলো অহরহ করে যাচ্ছে। আজকে সেরকম কিছু কাজের ব্যাপারে আলোচনা করবো। আশা করি সাথেই থাকবেন।
১. যেখানে সেখানে অথবা মেসেজে গিগ পাঠিয়ে স্প্যামিং করবেন না
অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার গিগকে প্রোমোট করতে পারবেন।
ফেসবুক, টুইটার, পিনটারেস্ট, ফাইভার সবখানেই গিগ লিংক শেয়ার করতে পারেন।
তবে যে সব পোস্টে বলা হবে যে আপনার গিগ লিংক দেন, তখনি আপনি লিংক শেয়ার করুন।
অন্যথায় কারও ইচ্ছার বাইরে গিগ লিংক পুশ করা স্মামিং এর কাতারে পরে যাবে। এমন না করাটাই বেটার।
২. অন্য সেলার এর গিগে অযথা মেসেজ করবেন না
একজন সেলার সবসময়ই অপেক্ষায় থাকে কখন একটা মেসেজ আসবে। বায়ার মেসেজ দিবে যে তার মিলিয়ন ডলার বিজনেস আছে, এর জন্য একটি ওয়েবসাইট দরকার।
এরকম মেসেজের আশায় থাকে। কিন্তু যখন দেখে আপনিও তার মতো আরেকজন সেলার।
কিভাবে অর্ডার পাওয়া যায় না যায় এ ব্যাপরে যদি টিপস অথবা হেল্প চান, সে আশাহত হতে পারে।
এবং কড়া কথাও হজম করা লাগতে পারে। বেশি সেনসিটিভ কিছু হলে, সে ফাইভারে রিপোর্ট করতে পারে।
যার ফলে আপনার একাউন্টটি হাড়াবেন।
৩. ফাইভারে অন্য ওয়েবসাইটের লিংক এ্যড করবেন না
কন্টাক্ট ইনফরমেশন তো এ্যড করবেন ই না।
ফ্লিকার বা ইউটিউব ব্যতিত অন্য কোন ব্যক্তিগত ওয়েবসাইট থাকলে তাও পোফাইলে যুক্ত করবেন না।
যদি একান্তই করতে হয় সেটা ফাইভারের অনুমতি নিয়ে করুন। সরাসরি কাস্টমারের সাথে কথা বলুন।
এই লিংকে গেলে কাস্টমার সাপোর্ট সেন্টারে মেসেজ দিতে পারেন। ২৪ ঘন্টার মধ্যে তারা আপনার রিপ্লাই দিবে।
৪. নতুন সেলার আনলিমিটেড রিভিশন অফার করবেন না
আনলিমিটেড অফার মানে হলো বায়ার যতো বার ইচ্ছা আপনার ডেলিভারিতে পরিবর্তন আনতে অনুরোধ করতে পারবে এবং আপনি তা করে দিতে বাধ্য থাকবেন।
এমন হলে মেইন কাজের থেকে রিভিশনে বেশি ইফোর্ট দিতে হবে।
তাছাড়া স্ক্যামাররা একটা সুযোগ পেয়ে যায়। আপনাকে যথেচ্ছ ব্যবহার করবে কিন্তু পেমেন্ট দিবে কম। এটি আপনার প্রতি অবিচার হয়ে যায়।
আমি একটি কাজ করেছিলাম। ৫ ডলারে আমাকে দিয়ে এক মাস কাজ করিয়ে নিয়েছে যা শেষ পর্যায়ে প্রচন্ড হতাশায় ফেলে দিয়েছিলো।
একমাস কাজ করানোর পরও সে ছাড়তে না রাজ। আরও কাজ করাতে চায়। ব্যাপরটা এমন ছিলো ৬ মাস পারলে সে ৬ মাসই কাজ করিয়ে নিতো।
৫. ফ্রি কাজ করবেন না অথবা আগে কাজ পরে অর্ডার এমনও না
ফ্রি কাজ ফাইভারে নিষেধ। ধরা খেলে একাউন্ট সাসপেন্ড।
এটা করবেন না।
কাজ শুরু করার আগে অবশ্যই কনফার্ম করে নিন যে সে আপনাকে অর্ডার টা প্লেস করেছে।
অর্ডার ছাড়া কাজ ডেলিভারি দিতে পারবেন না। আর মেসেজে কাজ দিয়ে দিলে তার পেমেন্ট পাবেন না। এজন্য অর্ডার কনফার্ম হলে তারপর কাজ শুরু করুন ডেলিভারি দিন।
৬. রিভিউ দিতে অনুরোধ করবেন না
আপনার কাজ শেষ তো ডেলিভারি দিয়ে দিন। কাস্টমার জানে কিভাবে এক্সেপ্ট করতে হবে।
আর ফাইভার বাই ডিফল্ট নটিফাই করতে থাকবে সে যেন তার অভিজ্ঞতা শেয়ার করে।
আপনি বলতে যাবেন না। ফাইভার টার্মস অব সার্ভিসে এটি সম্প্রতি নিষেধ করা আছে।
আর নিষেধ করা কাজ সম্পাদনে আপনি খাবেন ওয়ার্নিং। ৩টি ওয়ার্নিং এর পর একাউন্ট সাসপেন্ডেড।
সবাই হয়তো ভয় পাচ্ছেন। ভয়ের কিছু নেই এই কাজগুলো করা আপনার দরকার নেই।
আরও পড়ুনঃ
ফাইভারে একাধিক একাউন্ট খুলতে হলে মানতে হবে ৩টি শর্ত
বায়ার রিকোয়েস্ট অফার স্যাম্পল যা লিখে অর্ডার পেয়েছিলাম
0 Comments