
ফ্রিল্যান্সিংএর শুরুর জার্নিটা খুব সহজ হয় না। বহু চড়াই উৎড়াই পার হয়ে সফলতা অর্জন করতে হয়। এর মধ্যে ফাইভারে শুরু করাটাও ব্যতিক্রম নয়। এখানে শুরু করতে হলে, বায়ারকে তার রিকোয়েস্টে অফার পাঠাতে হয়। আর বিবেচনায় নিতে হয় বহু বিষয়। সেগুলো অন্য পোস্টে আলোচনা করবো। আজকে আপনাদেরকে দেখাবো বায়ার রিকোয়েস্ট এর ২টি কভার লেটার যেগুলোর মাধ্যমে প্রথম অর্ডার পেয়েছিলাম।
আকর্ষনীয় লেখনীর মাধ্যমে বায়ারকে কনভিন্স করতে হয়। এ লেখায় থাকা যাবে না কোন বানান ভুল, কোন গ্রামাটিক্যাল ভুল।
প্রথম যে অর্ডারটি পাই তার কভার লেটারটি ছিলো নিচের লেখাটি।
বায়ার রিকোয়েস্ট পোস্টঃ
I need a logo for my Doula business that is calming and easy on the eyes. As a Doula, I serve woman during their pregnancy, birth and postpartum journey with encouragement, support and advocation. Also I am a Christian and building my business to be Holy Spirit centered, so I want something with a spiritual feel? If that can be envisioned. I don’t have a name for my business yet, so this would we a wordless logo unless you can think of something beautiful to pitch my way. I am comfortable with any and all colors, art medium and style. So be creative, knock my socks off! I am moved by the service of Mary to Jesus in him last days here on this earth. She anointed him for his burial: “Then Mary took about a pint[a] of pure nard, an expensive perfume; she poured it on Jesus’ feet and wiped his feet with her hair. And the house was filled with the fragrance of the perfume.” So maybe you can play off that somehow….
আমার অফার করা কভার লেটারঃ
Hello there I will make your logo free, you will just give me a good review. I don’t have any past work record on Fiverr but offline. Hence I am applying for this job. You don’t have to review me if you don’t like my designs. If you hire me, you will get your job done free of cost. Since this would be my first task on this platform, I will sacrifice my charge in order to get good reviews. Just drop a line if you decided to discuss more with me. Best Saadi
লক্ষ্য করুন, আমি ফ্রি কাজ করে দিবো বলে কভার লেটারে লিখেছি। সে ভেবেছে তার তো কোন লস হচ্ছে না। অপরদিকে কোন খরচ না করেই কাজটি পেয়ে যাচ্ছে।
কিন্তু সে জানতো না যে অর্ডার করা ছাড়া রিভিউ দেয়া যায় না। এমনকি আমিও জানতাম না। কাজ করে দেওয়ার পর সে রিভিউ দিতে পারছে না। বাধ্য হয়েই পাচ ডলার এর অর্ডার করতে হলো।
কিন্তু কথা হলো, আপনি ফ্রি কাজ করে দিবেন এ কথা বলবেন না। কারণ এটি ফাইভারের টার্মস অব সার্ভিস এর সাথে সাংঘর্ষিক। ফাইভার বুঝতে পারলে আপনাকে ওয়ার্নিং দিবে। তিনটি ওয়ানিং পেলে একাউন্ট সাসপেন্ড করে দিবে।
আপনি যেটা বলতে পারেন, সর্বনিম্ন রেটে করে দিবেন।
আমি যখন এই অফার পাঠাই, তার কিছু দিন পরেই ফ্রি কাজ করার ব্যাপারটি ব্যান করে দেয়।
আরেকটি স্যাম্পল।
বায়ার রিকোয়েস্টঃ
I need a simple website which will have 3-4 pages and be able to show a 6 min video. Simple, simple, simple.
আমার অফার করা কভার লেটারঃ
Hello, I have my own 3 websites and those all are developed by myself. If you want I can share the links. If you need a simple website, I can design it with WordPress template. Please reply to me if you want a cool template. Thank you
কভার লেটারটি যে খুব বড় ও কঠিন কঠিন শব্দ ব্যবহার করে লিখতে হবে তা না। সহজ ভাষায় ছোট ছোট বাক্য ব্যবহার করা যেতে পারে।
তবে অনেকে একটি দুটি বাক্যের বেশি লিখেন না।
আমার লেখাগুলো যে খুবই পারফেক্ট হয়েছে তা কিন্তু না। আমার লেখার কোওয়ালিটিও খারাপ ছিল। If শব্দটি প্রত্যেক বাক্যেই লিখেছি যা আসলে শ্রুতিকটু শোনায়।
তবে, এই লেখাও অর্ডার পেয়েছিলো। এবং এই কাস্টমারটাই আমার এখন সবচেয়ে বড় ও রেগুলার বায়ার।
সুতরাং আমি বলবো লেগে থাকতে হবে। বিভিন্ন টেকনিক ও পদ্ধতি এ্যপ্লাই করতে হবে। আপনার জন্য সুইটেবল টেকনিক না পাওয়ার আগ পর্যন্ত পদ্ধতি পরিবর্তন করেই যেতে হবে।
আরও পড়ুনঃ
ফাইভার বায়ার রিকোয়েস্ট এ আগে দেখুন সে আসল বায়ার কিনা
Fiverr U.S. English Basic Skills Test Answers 2021
0 Comments