অনেকেই বলে থাকে শুরুর দিকে ফ্রি কাজ করে দিতে। এমনকি আমিও একটা সময় এর পক্ষে ছিলাম। কিন্তু এখন আমিও আর সাপোর্ট করি না ফ্রিতে কাজ করা। কেন করবো? ফ্রিল্যান্সার বলে? আন্ডারডেভেলপড কান্ট্রিতে জন্মেছি বলে?
আমিও মানুষ কাস্টমারও মানুষ
কখনই লগআউট করা যাবে না
কাস্টমার যা বলে সব কিছুতেই রাজি হয়ে যাবে
ফ্রি স্যাম্পল করে দেখাও
সাথে সাথে রিপ্লাই দিতে হবে
এরকম অনেক কুসংস্কার উপদেশ দিতে শোনা যায়। এগুলো কোনটিরই ভিত্তি নেই। নিজেকে মানুষ হিসেবে গণ্য করতে হবে। আর বায়ারও একজন মানুষ, সেটাও মাথায় রাখা উচিত। তারাও আমাদের মতো খাবার গ্রহন করে। ঘুমাতে যায়। বন্ধুদের সাথে আড্ডা দেয়। ট্রাভেলিং এ যায়। খেলাধুলা করে।
এমন না যে তাদের বিজনেস ছাড়া আর কিছুই বোঝে না।
অফলাইনে থাকলেও অর্ডার পাওয়া যায়
২৪ ঘন্টাই অনলাইনে থাকতে বলে যারা, তাদেরকে এড়িয়ে চলা উচিত। ২৪ ঘন্টা কেউই অনলাইনে থাকতে পারবে না। অফলাইনে থাকলেও অর্ডার পাওয়া যায়।
পোর্টফোলিও হতে হবে তাকলাগানোর মতো
ফ্রি কাজ করে দেওয়ার বদলে পোর্টফোলিও দাড় করাতে হবে। সেটা ক্লায়েন্টকে দেখিয়ে কনভিন্স করতে হবে। পোর্টফোলিও দেখে কাস্টমার অর্ডার দিতে চাইলে দিবে। কিন্তু ফ্রি কিছুই করে দেওয়া যাবে না। তবে পোর্টফোলিওটি যেন হয় কনভিন্স করার মতো সেটা মাথায় রাখতে হবে।
ভবিষ্যতের আশ্বাস সত্য নয়
ভবিষ্যতে আরও অর্ডার দিবে বলে আশ্বাস দেয় অনেক কাস্টমার। এর বিনিময়ে একটু ডিসকাউন্টে রাজি হওয়ার রিকোয়েস্ট করে। তাদেরকেই স্ক্যামারের কাতারে ফেলতে হয়। তারা আসলে কোন কাজই দিবে না। দিলেও সেটা যদি ৫০ টাকার কাজ ৫ টাকায় করে দেওয়া হয় তখনই দিবে।
সো, তাদের এই আশ্বাসের ফাদে পা দেওয়া একদমই ঠিক হবে না। নিজের ভিত্তি শক্ত করতে হবে। জোড় গলায় কথা বলার সাহস অর্জন করতে হবে। এই সাহসকে ব্যাকআপ দেওয়ার জন্য থাকতে হবে কাজের অসামান্য কোওয়ালিটি।
নিজেকে সময় দিতে হবে। নিজের কাজকে সম্মান করতে হবে। নিজের সম্মান নিজেকেই ধরে রাখতে হবে। কাজের জন্য তাদের কাছে ভিক্ষা করা যাবে না।
তারা কাস্টমার আমরা সবাই গোলাম এরকম মনমানসিকতা থেকে বেড়িয়ে আসতে হবে। বিজনেস কিভাবে কাজ করে? এক পক্ষ প্রদান করছে আরেক পক্ষা সেটা গ্রহন করছে। ফ্রিল্যান্সিং ইজ নাথিং লেস দ্যান দ্যাট। এটাও বিজনেস।
নিচের ভিডিওটি আমার অনেক ভালো লেগেছে। ফ্রি কাজকে না বলতে হয় কিভাবে।
ভিডিওটি কেমন লেগেছে কমন্টে জানাতে ভুলবেন না।
আরও পড়ুনঃ
ফাইভারে একাধিক একাউন্ট খুলতে হলে মানতে হবে ৩টি শর্ত
বায়ার রিকোয়েস্ট অফার স্যাম্পল যা লিখে অর্ডার পেয়েছিলাম
0 Comments