অনেক কষ্ট করে ফাইভার বায়ার রিকোয়েস্ট এ প্রোপোজাল লিখে অফার পাঠালেন, পরে জানতে পারলেন সে রিয়েল বায়ারই না। আপনার সময় ও শ্রম সবই বৃথা গেলো। ফাইভারে এরকম অনেক হয়। সেলাররাই বায়ার সেজে পোস্ট দিয়ে থাকে। আপনি না জানার কারনে একজন সেলারকেও অফার পাঠাচ্ছেন। এই সেলার এর কেনার সম্ভাবনা ৯০ ভাগই নাই।
এদেরকে অফার পাঠিয়ে কিছু দিন পর যখন কোন রিপ্লাই আসে না, তখন হতাশ হয়ে যান। আসবে কিভাবে আপনি তো বায়াকে অফার পাঠান নি।
আবার অনেক বায়ারও থাকে যারা আসলে কিনার জন্য আসে নাই। আসছে ফাও ফাও কিছু কাজ করিয়ে নিতে।
কিছু বায়ার থাকতে পারে তাদের কাছ থেকে বিজনেস পাওয়ার থেকে ঝামেলা হজম করতে হবে বেশি।
এদের থেকে বেচে থাকাতে হবে এবং আসল বায়ারকে অফার পাঠাতে হবে। এর উপায় কী?
এর জন্য করতে হবে পর্যাপ্ত পরিমানে বায়ার রিসার্চ।
ফাইভার বায়ার রিকোয়েস্ট এ অফার পাঠানোর আগে অবশ্যই কাস্টমার সম্পর্কে জেনে নিন।
বায়ারের প্রোফাইল ভিজিট করুন।
তার ওয়ার্ক হিস্টরি দেখুন। সে কি নতুন নাকি অনেক আগে থেকেই ফাইভারে আছে।
অন্য সেলাররা কেমন রিভিউ দিয়েছে দেখে নিন।
তো সেটা কিভাবে করবেন?
প্রথম উপায় হলো: অফার পাঠানোর আগে মোবাইল এ্যাপ এ ফাইভার বায়ার রিকোয়েস্ট পেজ থেকে কাস্টমার এর ইউজার আইডি সংগ্রহ করা। তারপর ফাইভারে তার প্রোফাইল চেক করা। ফাইভার ওয়েব এড্রেস এর পর একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইউজারনেম বসাতে হবে। তারপর আপনাকে নিয়ে যাবে বায়ারের প্রোফাইলে। উদাহরন: https://www.fiverr.com/hedayetsaadi556. আমার প্রোফাইলে যেতে হলে ফাইভার ইউআলএল/ইউজার আইডি।
ডেস্কটপ থেকেও বায়ারের আইডি বের করা যায়। এর জন্য আপনাকে একটি ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই এক্সটেনশনটি ইনস্টল করা থাকলে ব্রাউজারেই বায়ার আইডি দেখাবে নিচের স্ক্রিনশটটির মতো।

এখন আপনি জানতে পারবেন সে কি বায়ার নাকি সেলার। তার প্রোফাইলে গিয়ে যদি দেখেন তারও গিগ পাবলিশ করা আছে, তার মানে সেও একজন সেলার। অন্যরা কিভাবে অফার পাঠায়, কভার লেটারে কি লিখতে হয় সেটা জানতে এরকম পোস্ট দিয়ে থাকে।
এটা করে থাকে বেশির ভাগ ইন্ডিয়া ও পাকিস্তানি সেলাররা।
অফার পাঠানোর আগে কোন দেশের বায়ার দেখে নিন।
ফ্রি কাজ করে দিতে বললে রাজি হবেন না। কাজ শুরু করবেন কেবলমাত্র অর্ডার কনফার্ম করার পর।
আরও পড়তে পারেনঃ
Fiverr U.S. English Basic Skills Test Answers 2021
Thanks for you important information.
Thank you SAADI bro