
ফাইভারে দ্রুত অর্ডার পেতে হলে বুঝতে হবে ফাইভার কিভাবে কাজ করে। অনেকেরই ধারনা ফাইভারে অর্ডার আসে অটোমেটিক। আসলে ব্যাপারটি তা নয়। অর্ডার পেতে হলে করতে হবে অক্লান্ত পরিশ্রম। এই পোস্টে ফাইভারে কাজ পাওয়ার উপায় নিয়ে আলোচনা করা হলো যা ফলো করলে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে।
১. প্রোফাইলকে প্রফেশনাল লুক দিন
আপনার প্রোফাইল দেখে যেন মনে না হয় আপনি একজন নিউ কামার।
প্রোফাইল পিকচারটি হতে হবে প্রফেশনাল।
ব্যাকগ্রাউন্ড হবে কালারবিহীন। পুরো ছবির ৫০%+ যায়গা জুড়ে যেন আপনার ফেস দেখা যায় এমন পিকচার সেট করুন।
হাসিমুখে থাকলে আরও ভালো।
প্রোফাইল ডেসক্রিপশন লিখতে হবে সুন্দর করে।
লেখার পর মিনিমাম ৫ বার আপনার লেখাটি আওয়াজ করে পড়ুন। শ্রুতিমধুর না হলে , লেখা চেঞ্জ করুন।
তাছাড়া প্রোফাইলের অন্যান্য সকল তথ্য পুরণ করে প্রোফাইল শত ভাগ পূর্ণ করুন।
২. আকর্ষনীয় গিগ ক্রিয়েট করুন
আপনার গিগটি যেন হয় অর্থপূর্ণ এবং অন্যদের থেকে আলাদা। টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন ও গিগ ইমেইজ, সবই যেন হয় একজন ঝানু ফ্রিল্যান্সার এর মতো।
গিগ পাবলিশের আগে গ্যালারি ট্যাবে মিডিয়া আপলোড করার অনেকগুলো স্লট দেখতে পাবেন। অডিও, ভিডিও, পিডিএফ ফাইল, ইমেইজ সবই আপলোড দেয়া যাবে।
চেষ্টা করুন যেন সবগুলো স্লটই ফিলাপ করা হয়।
এর ফলে গিগটি হবে পরিপূর্ণ, তথ্যবহুল ও বিস্তারিত।
৩. বায়ার রিকোয়েস্ট এ অফার পাঠান
যদি ডিরেক্ট অফলাইন বায়ার না থাকে, ফাইভারে নতুন সেলার হিসেবে অর্ডার পাওয়ার একমাত্র উপায় হলো অফার পাঠানো।
এছাড়া কোন ভাবেই আপনি অর্ডার পাবেন না।
কেউ কেউ হয়তো আপনাকে ইনকোয়ারি পাঠাতে পারে, কিন্তু তারা অর্ডার করবে না।
ফাইভারের বাইরে যোগাযোগ করতে বলবে। তারা হলো স্ক্যামার।
আপনার ক্যারিয়ারের ক্ষতি ছাড়া কোন কাজে আসবে না।
সুতরাং ফাইভারে ক্যারিয়ার শুরু করতে চান তো বায়ার রিকোয়েস্ট পেজে পরে থাকুন।
৪. ফোরাম পোস্ট পড়ুন
অনেকেরই অভিযোগ বায়ার রিকোয়েস্টই তো শো করে না। অফার পাঠাবো কিভাবে?
এর জন্য ফাইভারে বেশি বেশি সময় দিন। তার মানে এই না ২৪/৭ লগিন করে থাকতে হবে। অটো রিফ্রেশার ইউজ করবেন না।
অন্যদের প্রোফাইল স্টাডি করুন। ফোরাম পোস্ট পড়ুন।
ফোরামে অভিজ্ঞ সেলাররা টিপস এন্ড ট্রিকস শেয়ার করে থাকে। সেই সব টিপস এন্ড ট্রিকস কাজে লাগিয়ে আপনিও নতুন নতুন কৌশল আবিষ্কার করতে পারবেন।
৫. প্রতিযোগিতায় এগিয়ে থাকুন
এমন সময় অফার পাঠান যখন সেলাররা অনলাইনে কম থাকে।
ফলে ওই সময় অফার পাঠালে, একজন বায়ার কম অফার পাবে।
তার কাছে বাছাই করার অপশনও কম থাকবে। এটা নিয়ে একটু স্টাডি করুন।
বায়াররদের লোকাল টাইম, আর এশিয়ান সেলারদের লোকাল টাইম সম্পর্কে ধারনা রাখুন।
এশিয়ান সেলারদের জন্য সুবিধাজনক নয়, এমন সময়টিই হলো প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য উত্তম।
যেমন ধরুন- অস্ট্রেলিয়ার কাস্টমারদের দিন শুরু হয় আমাদের থেকে ৪ ঘন্টা আগে।
তাদের সকাল নয়টা আমাদের ভোর পাচটা। অফিসে পৌছেই যদি ১০টায় একটা পোস্ট দেয়, সেটা হয় আমাদের সকাল ছয়টা।
সকাল ছয়টায় খুব কম সংখ্যক সেলারই অনলাইলে থাকে। তখন আপনার অফার বিবেচনায় আসার সম্ভাবনা বেশি।
আবার যদি আমেরিকান কাস্টমারের কথা বলি তাহলে এই সময়টায় তাদের সন্ধ্যা সময়।
অফিসের পর যদি কেউ পোস্ট করে সেটা আপনি দেখতে পাবেন ও অফার করলে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন।
এখানে শুধু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা আপনি স্টাডি করে নিন।
তাহলে কী কী টিপস এ্যাপ্লাই করা যেতে পারে?
১. প্রোফাইল দেখতে প্রফেশনাল হবে
২. গিগটিও হবে প্রফেশনাল
৩. বায়ার রিকোয়েস্টে অফার পাঠাবেন
৪. ফোরাম পোস্ট পড়ুন
৫. সময় খুজে বের করুন যখন একজন বায়ার কম অফার পেতে পারে।
ফাইভারে অর্ডার আসবে, তবে সেটি আপনি যখন নতুন সেলার তখন নয়। শুরুর দিকে আপনাকে অর্ডার খুজে নিতে হবে। কিছু রিভিউ ও রেটিংস পাওয়ার পর যখন কাস্টমার আপনার প্রোফাইল ভিজিট করে পছন্দ হবে তখনই আপনার সাথে বিসনেস এ যেতে সম্মত হবে।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে।
আপনার জানা আরও কোন টিপস ও ট্রিক্স থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন।
Check out the Fiverr Test Answers:
Fiverr U.S. English Basic Skills Test Answers 2021
0 Comments