
কোন সেলারই ফাইভারে একাধিক একাউন্ট ব্যবহার খুলতে পারবেন না। এটি ফাইভারের টার্মস অব সার্ভিসের সাথে সাংঘর্ষিক।
ফাইভার যদি বুঝতে পারে যে আপনি দুটি একাউন্ট ব্যবহার করছেন তাহলে দুটি একাউন্টই সাসপেন্ড করা হবে।
ফাইভার কিভাবে বুঝবে যে আপনি দুটি একাউন্ট ব্যবহার করছেন?
আপনি যদি একই ব্রাউজার ও পিসি ব্যবহার করেন, এটা তাদের জন্য খুবই সহজ।
আপনার ব্রাউজারের কুকিস এর মাধ্যমে তারা বুঝে যাবে। তাছাড়া দুটি একাউন্টই একই আইপি থেকে।
যখন দেখবে দুটি একাউন্টে ব্রাউজার সেইম, আইপি সেইম আপনার একাউন্ট সাসপেন্ডেড হয়ে যাবে।
কিন্তু যদি এমন হয় সেলার দুই জনই। কিন্তু তারা একই বাসায় থাকেন একই আইপি ইউজ করেন। তখন কিভাবে কাজ করবে।
সেক্ষেত্রে দুই জনই আলাদা আলাদা একাউন্ট অপেন করতে পারবে।
তবে ৩ টি শর্ত মানতে হবে।
- দুই জনই সেইম ক্যাটাগরির সার্ভিস সেল করতে পারবেনা।
- একজন আরেকজন থেকে কিনতে পারবে না বা রিভিউ দিতে পারবে না।
- দুই জনের পেমেন্ট উইথড্র মেথড বা একাউন্ট সেম হওয়া যাবে না।

হাজবেন্ড ওয়াইফ দুজনেই একাউন্ট খুলতে চেয়েছিলো। এর জন্য ফাইভার অফিসিয়ালদের সাথে কথা বলে যে তারা তা করতে পারবে কিনা। উপরের স্ক্রিনশটের মেসেজটি আসে ফাইভার থেকে। কখন তারা দুটি একাউন্ট অপারেট করতে পারবে। আর কী কী সতর্কতা অবলম্বন করতে হবে।
আরও পড়ুনঃ
বায়ার রিকোয়েস্ট অফার স্যাম্পল যা লিখে অর্ডার পেয়েছিলাম
ফাইভার বায়ার রিকোয়েস্ট এ আগে দেখুন সে আসল বায়ার কিনা
Fiverr U.S. English Basic Skills Test Answers 2021
0 Comments