ব্যবসায় শুরুতে নাম নির্বাচনও একটি কাজ। আমি এটিকে কঠিন কাজও বলি। এটা এমনকিছু যাতে আপনি আটকে যেতে পারেন। আমরা জানি যে, এগিয়ে চলার পথ হলো কোন কিছুকে মানুষের সামনে সফলভাবে উপস্থাপন করা। এখানে তিনটি পদক্ষেপ আছে। আলোচনা করবো:
১. যদি পারেন তবে, দুই সিলেবলে (syllables) রাখুন:
যখন কোন একটি সৃজনশীল প্রক্রিয়া চলতে থাকে, কখনও কখনও বিব্রতকর বিষয়ও ভালো ভুমিকা পালন করে। দুই সিলেবলে আটকে থাকাটা আমার কাছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হয়েছে। তবে এই নিয়ম অনুসরন করে ভালো এবং মহৎ নাম তৈরি হয়েছে। নিচের উদাহরনগুলোতে একটু নজর দিন।
Google, Twitter, Facebook, Foursquare, DropBox, Pocket, Tumblr, Flickr, HipChat, Sparrow, Tweetbot এবং Reeder
২. আপনার জন্য সহজ করুন
প্রারম্ভিক ব্যবসায় নামকরনে একটু চতুর হওয়া উচিত। আমি চেষ্টা করবো শুব্দগুলোকে এমনভাবে একসাথে করতে যেন তা আকর্ষনীয় হয় ও শুনতে ভালো লাগে। দুর্ভাগ্যবশত, আমি সৃজনশীল ব্যক্তি নই। মাঝে মাঝে ভালো আইডিয়া মাথায় আসলেও, খুব কম সময়ই বাস্তবে রূপ দিতে পারি। এ কারনে আমার উচিত আমার পার্টনার এর সাথে কথা বলে নাম ঠিক করা। তবে আমার যেটা করা উচিত, তা হলো: বাস্তব শব্দ নিয়ে চিন্তা করা যা আমার পন্য বা সেবাকে পরিপূর্ণভাবে বর্ণনা করে। এভাবেই নাম করন হয় Buffer এর।
৩. ডোমেইন নাম কোন ব্যাপার নয়
আমি দেখেছি অনেকে ডোমেইন নাম নিয়ে চিন্তায় পরে যান। আমি বলবো ভালো একটি নাম নির্বাচন করুন। যেমন শুরুতে নাম ছিলো Buffer কিন্তু ডোমেইন নাম হলো bufferapp.com। আবার OnePage এর ডোমেইন নাম myonepage.com. তাছাড়াও আসুন আমরা কিছু সফল ব্যবসায় এর সাময়িক ডোমেইনগুলো কী ছিলো একটু চোখ বুলাই।
Square এর ডোমেইন নাম ছিলো squareup.com
DropBox এর ডোমেইন নাম ছিলো getdropbox.com
Facebook এর ডোমেইন নাম ছিলো thefacebook.com
Instagram এর ডোমেইন নাম ছিলো instagr.am
Twitter এর ডোমেইন নাম ছিলো twttr.com
Foursquare এর ডোমেইন নাম ছিলো playfoursquare.com
আপনি কিভাবে আপনার ব্যবসায়টির নামকরন করেছিলেন? আপনি কি অন্য কোন ধারনা অনুসরন করেছিলেন? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
৪. আপনার নিজের নামের ইনিশিয়াল দিয়ে নামকরন করুন
বিলিয়ন ডলার কোম্পানিরই নামকরন হয়েছে তাদের ফাউন্ডারের নামে। আর আপনার বিজনেস তো এখনো শুরুই করেন নি। adidas এর প্রতিষ্ঠাতার নাম Adolf “Adi” Dassler. তার নামের ইনিশিয়াল নিয়ে বিজনেসের নাম দেন adidas। এরকম আরও অনেকগুলো ব্যান্ডের নাম যদি উল্লেখ করি তাহলে তাদের নামগুলো না বললেই নয়ঃ
Audi – প্রতিষ্ঠতা August Horch
Dell – প্রতিষ্ঠাতা Michael Dell
Ferrari – প্রতিষ্ঠতা Enzo Ferrari,
Ford Motor Company – প্রতিষ্ঠতা Henry Ford
Harley-Davidson – প্রতিষ্ঠতা William Harley and Arthur Davidson
Honda – প্রতিষ্ঠতা Soichiro Honda
JCPenney – প্রতিষ্ঠতা James Cash Penney
এরকম আরও অনেক ব্যান্ডই রয়েছে, সবার নাম লিখতে গেলে সারা দিনে শেষ করা যাবে না।
৫. ভুল বানান দিয়ে চেষ্টা করুন
কোন একটি নাম বা শব্দ পছন্দ হলো, কিন্তু দেখা গেলো এই নামে রেজিষ্ট্রেশন হয়ে আছে। একই বানানের সাথে এক্সট্রা একটি অক্ষর যোগ করে নিতে পারেন। যেমনঃ আমার বিজনেসের নাম দিতে চেয়েছিলাম farm out. কিন্তু অলরেডি রেজিস্টার্ড। তাই উচ্চারণ ঠিক রেখে একটি a যোগ করে নাম দিয়ে দিলাম faarmout. ভুল বানানে। এর নাম হতো । কিন্তু ডোমেইন এ্যভেইলেবল না থাকায় মাঝের একটি অক্ষর বাদ দিয়ে দিলো। Tumblr, Grindr, Sbribd এরকম উদাহরনের আওতায় পরে।
৬. বাংলা শব্দ ব্যবহার করুন
সাহিত্য কিংবা কবিতায় আকর্ষনীয় শব্দ ব্যবহার হয়। কবিতা পাঠ করুন। ভালো কোন শব্দ মাথায় ক্যাচ করলে সেটি লিস্টে যুক্ত করুন। একই অর্থের সমার্থক শব্দ থাকে অনেকগুলো। একটি রেজিষ্টার্ড হয়ে গেলে পরের শব্দটি ট্রাই করুন।