ইউনিক আইডিয়া খুজতে গিয়ে জীবন পার করে ফেলবেন, কিন্তু বিজনেস শুরু করতে পারবেন না। অন্যের আইডিয়াকে ফলো করেও ব্যবসায় প্রতিষ্ঠিত করা যায়। তাদের থেকে উত্তম সার্ভিস দেওয়ার চেষ্টা নিয়ে বিজনেস শুরু করতে হবে।

ইলন মাস্ক গাড়ি উৎপাদন কোম্পানি চালু করে এডিসনের আইডিয়ার উপর ভিত্তি করে যা চেষ্টা করা হয়েছিলো ১৮৮০ সালে।

জেফ বেযোস অনলাইন স্টোর বিজনেস চালু করে যা কেবলই একটি ব্রিক এন্ড মর্টার স্টোর এর অনলাইন রুপান্তর।

বিল গেটস সফ্টওয়্যার কোম্পানি চালু করে আইবিএম এর তৈরি সফ্টওয়ারের সাথে পাল্লা দিতে।

এডিসন বাল্ব আবিষ্কার করেন, গ্যাস লাইট বিজনেসের সাথে টক্কর দিতে।

আইনস্টাইন সুখ্যাতি অর্জন করেন নিউটনের সূত্রের উন্নত সূত্র আবিষ্কারের মাধ্যমে।

স্টিভ জবস ১৯৮৪ সালে এ্যপল ম্যাকিনটশ কম্পিউটার মার্কেটে রিলিজ করেন। কিন্তু এটিও ছিলো যেরক্স আলটোর কম্পিউটারকে কপি করে যা ১৯৭৩ সালেই মার্কেটে ছিলো।

এই ভূমন্ডলের কোন ইউনিক আইডিয়ার দরকার নেই। প্রয়োজন শুধু বর্তমান থেকে একটু উন্নত সমাধান। বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য নতুন রাস্তার দরকার নেই। রাস্তা অলরেডি আছে। দরকার শুধু এই রাস্তার উন্নয়ন।

অধিকাংশ পটেনশিয়াল উদ্যোক্তাই ব্যবসায় শুরু করতে পারেন না ইউনিক আইডিয়া খুজে পান না বলে। ইউনিক আইডিয়া পাচ্ছেন না তাই বলে বসে থাকার কী দরকার। বর্তমানে মার্কেটে রয়েছে এমন বিজনেসের আইডিয়ার উপর, তাদের থেকে ভালো সার্ভিস নিয়েও তো বিজনেস করা যায়।

আরও পড়ুন

নতুন ব্যবসায় পরিচিতি বাড়ানোর সহজ মার্কেটিং কৌশল

মার্কেটিং এ কিছু ভুল খরচ বাড়িয়ে দিতে পারে

শুধু ব্যবসায় শুরু করবেন না, সমস্যার সমাধান করুন

RESERVE YOUR SEAT

RESERVE YOUR SEAT

Book your seat for monthly webinars. Designed to assist you with providing information about the latest marketing trends and best practices. 

You have successfully reserved.

Pin It on Pinterest

Share This